নীরবেই থেকে যাবে নিরব প্রতিবাদ গুলো

দাপনাজোর একটি সুন্দর গ্রাম হলেও এর সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে এর রাস্তা। এই গ্রামের রাস্তাগুলো এক প্রকার বালু ব্যবসায়ীদের দখলে। বর্ষাকালে কাদা গরমে ধুলো এখন এলাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। এ বিষয়ের প্রতিবাদস্বরূপ অনেক ফেসবুক স্টাটাস বা আলোচনা হয় বা হচ্ছে। কিন্ত এই বিষয়গুলা কোন ইতিবাচক সাড়া পাচ্ছে না।

ফলাফল ইতিবাচক না হওয়ার কারণঃ


  • অনেক প্রভাবশালী ব্যক্তি এই ব্যবসার সাথে যুক্ত থাকায় প্রতিবাদ গুলো কাজে লাগে না। 
  • রাস্তা সরকারী হওয়ায় ট্রাক চলাচলে কেউ বাঁধা দিতে পারবেন না।
  • এলাকাবাসি অজানা কোন ভয়ে দলবদ্ধ হতে পারছে না।
  • গুটিকয়েক লোক এই বিষয়ে প্রতিবাদ করলেও বাকিরা চুপ ।

নাফিজা হত্যার মত ঘটনা ঘটলে হয়ত এলাকাবাসী সচেতনতার ডাক দিবে। মিছিল হবে মিটিং হবে। 



No comments

Powered by Blogger.